টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলার কামালিয়াচালা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement
কম খরচে বীর বাঙালির মতো নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে চান?

আগ্রহী হলে ক্লিক করুন (www.bdwebsite.net)

নিহত ফালু মিয়া (৬০) ওই গ্রামের মৃত মিয়া চানের ছেলে। আহতরা হলেন- ফালু মিয়ার স্ত্রী আজিবন (৫০), ছেলে রিপন মিয়া (২৮), প্রতিবেশী মুঙ্গল আলী (৫২) ও তার স্ত্রী হালিমা আক্তার (৩৮)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই বাবর আলী (৬৫) ও ছেলে নাজিম (৩৮) সখীপুর থানায় উল্টো ভাইয়ের বিরুদ্ধেই মামলা করতে আসলে রোকেয়া (২৭), রহিম (৪০) ও তাহেরাসহ (৪০) পাঁচজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, জমিতে কাটা তারের বেড়া দিয়ে ফালু ও তার ছোট ভাই টিপু বাড়ি নির্মাণ করেন। সেই কাটা তার ভেঙে বড় ভাই বাবর আলী ও তার ছেলে নাজিমসহ ২০-২৫ জন জমিটি দখলের চেষ্টা করেন। এসময় বাধা দিতে গেলে বাবরসহ তার লোকজনের দা ও শাবলের আঘাতে ছোট ভাই ফালু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।