সিলেট সংবাদদাতা: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে প্রাইভেটকারের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে হাদিউল হক (৪৮) নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
কম খরচে বীর বাঙালির মতো নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে চান?

আগ্রহী হলে ক্লিক করুন (www.bdwebsite.net)

মৃত হাদিউল বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে। তিনি ছুটি শেষে দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর যাচ্ছিলেন।

পুলিশ জানায়, সকালে দুবাই যাওয়ার উদ্দেশ্যে প্রাইভেটকারযোগে বিমানবন্দর যাচ্ছিলেন হাদিউল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাদিউল মারা যান। প্রাইভেটকারটি নিহতের ভাই চালাচ্ছিলেন। তিনিসহ আরও তিনজন আহত হয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাফিজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।