ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহের ত্রিশালে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট) সকালে ত্রিশালের বইলর ইউনিয়নের চরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
আগ্রহী হলে ক্লিক করুন (www.bdwebsite.net)
পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করলেও মেলেনি তার পরিচয়। মৃত যুবকের বয়স আনুমানিক ১৯ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরপাড়া গ্রামের সুজন নামে এক ব্যক্তি সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাছাকাছি একটি পুকুর খনন করেন। সোমবার সকালে ওই পুকুরে এক যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। তবে কেউ তাকে চিনতে পারেননি। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
পরে ঘটনাস্থলে আসে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত যুবকের পরিচয় শনাক্ত না হওয়া এবং আলামত সংগ্রহ করতে দুপুরে ঘটনাস্থলে তদন্ত শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশসহ পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।