নওগাঁ সংবাদদাতা:নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে শিমুল হোসেন (২৮) ও জিনিয়া খাতুন (২৪) নামে এক নবদম্পতি নিহত হয়েছেন।

শনিবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের লাটাহার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
কম খরচে বীর বাঙালির মতো নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে চান?

আগ্রহী হলে ক্লিক করুন (www.bdwebsite.net)

নিহত দম্পতি হলেন, নওগাঁর মান্দা উপজেলার কুলিহার গ্রামের আবদুল খালেকের ছেলে শিমুল হোসেন (৩২) ও তার স্ত্রী জিনিয়া খাতুন (২৬)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, দুপুরে শিমুল নিজে গাড়ি চালিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি থেকে নওগাঁ শহরের দিকে আসছিলেন। হঠাৎ করে মাটি বোঝাই একটি ট্রাক তার প্রাইভেটকারটির সামনের রাস্তায় উঠে পড়ে। ওই ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে রাস্তার পূর্ব পাশের গভীর খাদে পড়ে যায় কারটি।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন এবং নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে গাড়ির গ্লাস ভেঙে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাত্র কয়েকদিন আগে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ না করায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।