জামালপুর সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় নুরজাহান বেগম (৫০) নামে পাথর ভাঙার এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement
কম খরচে বীর বাঙালির মতো নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে চান?

আগ্রহী হলে ক্লিক করুন (www.bdwebsite.net)

মৃত নুরজাহান উপজেলার বগারচর ইউনিয়নের ভাটি পাড়া গ্রামের চান মোহাম্মদের স্ত্রী।

স্থানীয়রা জানান, নুরজাহান বেগম প্রতিদিনের মতো ক্রাশার মেশিনের মাধ্যমে পাথর ভাঙার কাজ করছিলেন। কাজের ফাঁকে রাস্তায় দাঁড়ানো ভারতীয় ট্রাকের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। ট্রাকের চালক দুপুরে খাবার শেষে ভারতের দিকে রওনা হলে নুরজাহান চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।