চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের খাতুনগঞ্জে খেলার ছলে ভবন থেকে খালে লাফ দিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে খাতুনগঞ্জ এলাকার চাক্তাই খালে লাফ দেওয়ার প্রায় চার ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement
কম খরচে বীর বাঙালির মতো নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে চান?

আগ্রহী হলে ক্লিক করুন (www.bdwebsite.net)

মৃতরা হল, মো. মামুন (১৮) ও মো. হৃদয় (১৩)। তাদের বাড়ি বাকলিয়া মহাজের কলোনীতে।

স্থানীয়রা জানান, প্রতিদিন নদীতে জোয়ার এলে আরও কিছু কিশোর ব্রিজ থেকে কিংবা বিভিন্ন উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে খেলা করে। আজকেও একই কাজ করতে গিয়ে এই দুজন পানি থেকে আর উঠতে পারেনি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, মামুন ও হৃদয় দুপুরে একটি লোহার ব্রিজের ওপর থেকে খালের পানিতে লাফিয়ে পড়ে খেলছিল। একপর্যায়ে তারা দুজনই ব্রিজের পাশে সোনা মিয়া ভবনের পাঁচতলার ছাদে উঠে খালের পানিতে লাফ দেয়। কিন্তু ওই লাফে তারা পানিতে পড়ে আর উঠেনি। বিকেল সাড়ে ৪টার দিকে পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।