যথাযথ মর্যাদায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেস কর্তৃক আয়োজিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Advertisement
কম খরচে বীর বাঙালির মতো নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে চান?

আগ্রহী হলে ক্লিক করুন (www.bdwebsite.net)

ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদার সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন লস অ্যাঞ্জেলেসের কনস্যুলেট অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

এসময় উপস্থিত ছিলেন, লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটের ডেপুটি কনসাল ওয়ালিউর রহমান, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম বেলাল, ক্যালিফোর্নিয়া যুবলীগের সভাপতি সুবর্ন নন্দী তাপস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেস কর্তৃক ভিডিও চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পূর্বপশ্চিম/এসকে