ডেস্ক রিপোর্ট: ক্যালিফোর্নিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগ পরিবার শালিমার রেষ্টুরেন্টে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া, সংক্ষিপ্ত আলোচনা এবং সবশেষে কেক কেটে তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
আগ্রহী হলে ক্লিক করুন (www.bdwebsite.net)
যুক্তরাষ্ট্র যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি সুবর্ন নন্দী তাপসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য গোলাম শাহরিয়ার রন্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার উপদেষ্টা নঈম হাবীব, সভাপতি তৌফিক সোলেমান খান তুহিন ও সাধারণ সম্পাদক জামিউল ইসলাম বেলাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের ক্যালিফোর্নিয়া শাখার উপদেষ্টা হাসান রেজা খান।
অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া যুবলীগ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন (ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগ ও লস অ্যাঞ্জেলেস সিটি যুবলীগ) ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নুরে আলম সিদ্দীকি সাদী, সাংগঠনিক সম্পাদক রাহিব নুর মাহের, সাংস্কৃতিক সম্পাদক শায়লা রুমী, লস এঞ্জেলেস সিটি আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু ভুঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমরান।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগের সদস্য আকিব জাহান জিসান, আহমেদ আলী লিংকন, জাহিদুর রহমান, আবুবক্কর সিয়ামসহ আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ।